পঞ্চম দিনে ম্যাচ গড়ানোয় খুশি বাংলাদেশ

অনলাইন ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে সিলেটে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ। পাঁচ দিনের খেলা শেষ হয় তিন দিনে। মিরপুর টেস্টেও স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ইনিংস ব্যবধানে জয়ের। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৮ রান তুলতে পেরেছিল আইরিশরা। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল ৩৭৮ রানে। তখন আয়ারল্যান্ডকে ফলো-অন করিয়ে হয়তো তিন দিনেই জিততে পারতো বাংলাদেশ। তবে তা না করে সে সময় নিরাপদ পথ বেছে নিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল।
যার কারণে তিন দিনে শেষ করতে পারা ম্যাচ শেষ হয়েছে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে। যদিও গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন স্বীকার করেছেন পাঁচ দিনে ম্যাচ গড়াবে সেটা তারা ভাবেননি। তবে এটাকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলে উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক।
গতকাল দ্বিতীয় সেশনে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ মাঠ ছাড়ে ২১৭ রানের জয় নিয়ে, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে পঞ্চম বড় জয়। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের জয় দেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাঁচ দিনে ম্যাচ গড়ানো নিয়ে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। পঞ্চম দিনের উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই কৃতিত্ব দিতে হবে।’
এছাড়া, বোলারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘পাশাপাশি আমি বলব যে, আমাদের বোলাররা যেভাবে বল করেছে, ঐ ধৈর্যটা নিয়ে এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত-সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো।’
সাধাণত মিরপুরে টেস্ট ম্যাচ পাঁচ দিনে গড়ায় না। আড়াই বছর পর ঘটেছে এমন ঘটনা। এমন দিনে মিরপুরের পিচের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। পিচ নিয়ে শান্ত বলেন, ‘সাধারণত মিরপুরের উইকেট এমন দেখা যায় না। আগের থেকে উইকেট অনেক বেটার বিহেভ করেছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্র বাউন্স ছিল এবং আজকেও। প্রত্যেকটা উইকেট নিতে কষ্ট হয়েছে।’
দুই ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছে তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে দ্রুততম ২৫০ উইকেট শিকার করার রেকর্ডও এখন তার দখলে। এমন অর্জনের পর তাইজুলকে নিয়ে শান্ত বলেন, ‘তাইজুল ভাই এত বছর ধরে যেভাবে ক্রিকেট খেলে আসছেন, স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। অব দ্য ফিল্ড-অন দ্য ফিল্ড-সব সময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। তিনি সাইলেন্টলি কাজ করে যান।’
অন্যদিকে, ম্যাচ শেষে মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিও। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে, দিনের শুরুতে বল টার্ন করবে। টার্নও করেছিল কিন্তু খুব বেশি টার্ন করেনি। এটি বেশ ভালো উইকেট ছিল। আমাদের ছেলেরা যেভাবে শুরু করেছিল এবং দেখে মনে হয়েছিল তারা বড় স্কোর করতে পারবে।’ তবে এখান থেকে নতুন কিছু শিখতে চান বালবির্নি।
এছাড়া, টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সফরকারী অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ছেলেদের সামনে কিছু করার সুযোগ রয়েছে। ক্রিকেটপ্রেমী দেশে থাকতে পেরে দারুন লাগছে, প্রতিবার খেললে আমরা শেখার সুযোগ পাই এবং আমরা অনেক উপভোগ করি।’ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।




