জামিন পেলেন ভারত থেকে ‘পুশ ইন’ হয়ে বাংলাদেশে আসা সখিনা বেগম

অনলাইন ডেস্ক: ভারত থেকে ‘পুশ ইন’ হয়ে বাংলাদেশে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেলে এ আদেশ দেওয়া হয়।

এর আগে সকাল ৯টায় তাকে আদালতের হাজতখানায় আনা হয় এবং দুপুর পৌনে ২টায় আদালতে হাজির করা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক যুক্তি উপস্থাপন করেন।

এর আগে ১০ নভেম্বর সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে জেলখানায় থাকতে হয়। প্রায় সাড়ে পাঁচ মাস আগে, সেপ্টেম্বরের শেষ দিকে, ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামে তার বাসা থেকে তাকে আটক করে আসাম পুলিশ। পরে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়, তবে পরিবারকে বিষয়টি জানানো হয়নি।

Related Articles

Back to top button