হাসিনা ও কামালের আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, “সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই এ মামলার বিচার হয়েছে। আসামিপক্ষ সবসময়ই বলবে বিচার সঠিক হয়নি—এটাই স্বাভাবিক। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আছে।”

তিনি আরও বলেন, রায় কার্যকরের বিষয়ে সরকারের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেই মেকানিজম অনুযায়ীই সরকার এগোবে। কোনো উপদেষ্টার দেওয়া ‘রায় কার্যকর নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য’ প্রসঙ্গে তিনি জানান, “আইন সম্পর্কে ধারণা না থাকায় এমন বক্তব্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রায় কার্যকরের বিষয়ে আমাদের কাছে সরকার মতামত চাইবে, আমরা জানাবো।”

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই মামলায় যে তথ্যপ্রমাণ এসেছে, তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী। মাত্র ২০ দিনে ১৪শর বেশি মানুষকে গুলি করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়—মানুষ হত্যা করাই এখানে মূল বিষয়।”

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনার তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচার করে।

আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Related Articles

Back to top button