আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর তৃতীয় বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমদে বলেন, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নারীদের তুলনায় পুরুষ ভোটার বেশি ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জন।

ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার ছিলেন। সে হিসেবে গত আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২৯২ জন, নারী ভোটার বেড়েছে ২৫ লাখ ৯ হাজার ৩৭৬ জন এবং এ সময়ে হিজড়া ভোটার বেড়েছে ২৪০ জন। যেসব তরুণ-তরুণী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান বছরে নির্বাচন কমিশন তৃতীয় বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করল—প্রথম তালিকা ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি মঙ্গলবার প্রকাশ করল কমিশন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারস ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সে হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৮০ লাখ ৩ হাজার ৫৫০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। ইসির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে—ডিসেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Related Articles

Back to top button