১০০ রাফায়েল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ইউক্রেন

অনলাইন ডেস্ক: রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ফ্রন্সের সঙ্গে ১০০টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে চুক্তি করেছে ইউক্রেন। সোমবার (১৭ নভেম্বর) প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিতে সই করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চুক্তির আওতায় ইউক্রেন আগামী ১০ বছরে ১০০টি ফরাসি-নির্মিত রাফায়েল যুদ্ধবিমান পাবে। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে।

ফ্রান্সের ভিলাকুব্লে সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশ্বের অন্যতম সেরা।’

চুক্তির বিষয়ে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা ১০০টি রাফায়েল পরিকল্পনা করছি – এটা বিশাল ব্যাপার। ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন।’

তিনি আরও বলেন, এর লক্ষ্য স্বল্পমেয়াদে ইউক্রেনকে ড্রোন, ড্রোন ইন্টারসেপ্টর এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হাময়াল্র বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।

Related Articles

Back to top button