শেষ মুহূর্তের গোলে রেলিগেশন এড়ালো নেইমারের ক্লাব সান্তোস

অনলাইন ডেস্ক: ব্রাজিলের শীর্ষ ঘরোয়া লিগে রেলিগেশনের আতঙ্কে থাকা সান্তোস অবশেষে স্বস্তির হাসি পেয়েছে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে শক্তিশালী ও টেবিলের দুই নম্বর দল পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে অন্তত আপাতত অবনমন এড়াল নেইমারের দল।

ম্যাচের শুরুটা ভালো ছিল পালমেইরাসের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় সান্তোস। বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ফিনিশিংয়ের দুর্বলতায় একাধিক সুযোগ নষ্ট করে তারা। নেইমার জুনিয়র পুরো ম্যাচ খেলেছেন এবং কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তার নেওয়া একটি জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে যায়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক দুই দলই গোলের খোজে একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে রবিনিয়ো জুনিয়রের পাস ধরে নিচু শটে ম্যাচজয়ী গোল করেন বেঞ্জামিন রোলহেইজার।

এই জয়ে ৩৩ ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট দাড়িয়েছে ৩৬, যা তাদের ২০ দলের লিগে ১৬তম স্থানে নিয়ে গেছে। ১৭তম স্থানে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫ হওয়ায় ড্র করলেই রেলিগেশনে পড়ত নেইমারের দল। অন্যদিকে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পালমেইরাস, আর শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো।

Related Articles

Back to top button