‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে’

অনলাইন ডেস্ক: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালীকে সিঙ্গাপুরে রূপান্তর করা হবে।

শনিবার বিকালে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, সবাই ছিলেন যোগ্য। তবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি চাই—আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষকে আপনারা ভোট দিন।

নির্বাচনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কারও বাসায় মাছ-মাংস বা দই দিতে হবে না। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে, আমার কাছে দেখা করতে কোনো মামা-খালুর দরকার পড়বে না।

নোয়াখালী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া প্রমূখ।

Related Articles

Back to top button