খুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা

অনলাইন ডেস্ক: খুলনার লবণচরা এলাকায় একই পরিবারের নানি ও দুই শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে শিশুদের বাবা-মা অফিস শেষে বাড়িতে ফিরলে তাদের মরদেহ দেখতে পায়।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

নিহতরা হলো, শাহীতুন নেসা (৫৫), তার নাতি মুসতাকিম (৮) ও নাতনি ফাতিহা (৭)। তাদের মা শাহীতুন নেসা বাগেরহাটের রামপালে ভূমি অফিসে ও বাবা শিফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্সে চাকরি করতেন।
শিশুদের বাবা-মা কর্মস্থলে থাকায় তাদের দেখাশোনা করতেন নানি।

স্থানীয়রা জানান, শিশু দুটির মা বাড়ি ফিরে মরদেহ দেখেন। তিনি চিৎকার করার পর প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

পুলিশের ধারণা, দুপুরের পরে ইট বা লাঠির আঘাতে তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাত ৮টার দিকে বাবা-মা বাসায় ফিরে লাশ দেখতে পান।

মা শাহীতুন নেসা অভিযোগ করেন, তার মামা শ্বশুরের ছেলের সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল, সে একজন সন্ত্রাসী। সে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

শিশুরা স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়তো। মরদেহ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button