যোগদানের আগেই বদলি বরগুনার ডিসি

অনলাইন ডেস্ক: বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার। তার আগের পদায়ন সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের বদলি করা হয়েছে যোগদানের আগেই।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে সেই পদায়ন স্থগিত করা হয়েছে। প্রজ্ঞাপনে তাকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও পরে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, বরগুনা উপকূলীয় জেলা এবং এখানে প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ ও প্রত্যাশা উভয়ই বেশি। তিনি আশাবাদী, নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার তার দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত করবেন।

Related Articles

Back to top button