ব্রাজিলে কপ৩০ সম্মেলন ভেন্যুতে আদিবাসী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ব্রাজিলের আমাজনসংশ্লিষ্ট শহর বেলাঁয় চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ৩০-এর সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টা করায় মঙ্গলবার (১১ নভেম্বর) কয়েক ডজন আদিবাসী বিক্ষোভকারীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

জলবায়ু পরিবর্তন রোধে শিগগির ব্যবস্থা গ্রহণ ও বন সুরক্ষার দাবি জানানো এই বিক্ষোভকারীদের কয়েকজন এক পর্যায়ে জোর করে ভেতরে ঢুকে পড়লেও পরে নিরাপত্তারক্ষীদের কারণে পিছু হটতে বাধ্য হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিক্ষোভকারীরা এসময় ক্রুদ্ধ স্লোগানে জাতিসংঘ সম্মেলন প্রাঙ্গণে ঢোকার জোর দাবি জানায়।

বিক্ষোভকারীদের অনেকের হাতে পতাকা ছিল এবং তারা ভূমির অধিকার নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অনেকের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘আমাদের জমি বিক্রির জন্য নয়।’ তুপিনামবা সম্প্রদায় থেকে আসা আদিবাসী নেতা নাতো বলেন, ‘আমরা টাকা খেতে পারবো না। আমরা চাই আমাদের ভূমি কৃষিব্যবসা, তেল খনন, অবৈধ খনিজ উত্তোলন ও অবৈধ কাঠুরেদের হাত থেকে মুক্ত হোক।’

ছবি: বিবিসি
এই সংঘর্ষের সময় দুই নিরাপত্তারক্ষী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জাতিসংঘের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন। সংঘর্ষের পর এক নিরাপত্তারক্ষীকে পেট চেপে ধরে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখা গেছে এবং আরেক রক্ষী জানান যে ভিড়ের মধ্য থেকে ছোড়া ভারি এক কাঠির আঘাতে তার চোখের ওপরের দিকে কেটে গেছে।

নিরাপত্তারক্ষীরা পরে টেবিল দিয়ে প্রবেশপথে ব্যারিকেড দেন এবং সংঘর্ষের পরপরই সম্মেলনস্থলের দিকে যাওয়া কয়েকশ বিক্ষোভকারীর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে নিরাপত্তারক্ষীরা ভেতরে থাকা প্রতিনিধিদের সম্মেলনস্থলের বাইরে বের হওয়ার অনুমতি দেন। যেহেতু এটি জাতিসংঘের সম্মেলন, তাই ওই প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব মূলত জাতিসংঘের রক্ষীদেরই।

জাতিসংঘের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ‘ব্রাজিল ও জাতিসংঘের কর্তৃপক্ষগুলো ঘটনাটি তদন্ত করে দেখছে’ এবং ‘সম্মেলনস্থল এখন পুরোপুরি নিরাপদ, কপ আলোচনা চলছে।’ মেরামতের জন্য কপ ভেন্যুর মূল প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, তবে বুধবার সকালেই এটি খুলে দেওয়া হবে বলে জাতিসংঘের জলবায়ু সংস্থা আশ্বাস দিয়েছে।

এ বছরের কপ৩০ সম্মেলনের আলোচনায় আদিবাসী সম্প্রদায়কে অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে হাজির করা হয়েছে। আলোচনায় অংশ নিতে কয়েকদিন আগে নৌকাযোগে সম্মেলনে পৌঁছে ডজনের বেশি আদিবাসী নেতা বন ব্যবস্থাপনা নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার পৃথক এক সাক্ষাৎকারে সুপরিচিত এক আদিবাসী নেতা রাওনিপ্রধান নামে খ্যাত রাওনি মেতুকতিয়ার বলেছেন, আমাজন বনকে ঘিরে চলমান শিল্প ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আদিবাসীদের অনেকেই ক্ষুব্ধ। তিনি আমাজনের সুরক্ষায় আদিবাসীদের ক্ষমতায়িত করতে ব্রাজিলের প্রতি আহ্বানও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

Related Articles

Back to top button