ব্রাজিলের শহরে টর্নেডোর আঘাতে পাঁচ জনের মৃত্যু, ৪৩২ জন আহত

অনলাইন ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরের ভয়াবহ তাণ্ডব চালানো টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শুক্রবার পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকুতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে বগু গাড়ি উল্টে যায় এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পারানা রাজ্য সরকার জানিয়েছে, অন্তত পাঁচ জন নিহত এবং ৪৩২ জন আহত হয়েছে। আরও দু’জন নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াকুতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ৮০ শতাংশ এখন ধ্বংস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, তীব্র আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়েছে।

পারানা সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান ফার্নান্দো শুনিগ সংবাদমাধ্যম জি১-কে বলেছেন, এটি একটি যুদ্ধক্ষেত্র। শহরের ঠিক মাঝখানে ঘূর্ণিঝড়টি আঘাত করায় আরও প্রাণহানির সম্ভাবনা বেশি।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পারানাসহ দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনা এবং রিও গ্র্যান্ডে দো সুলের জন্য নতুন করে বিপজ্জনক ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button