খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুর

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম নারী প্রধনামন্ত্রী খালেদা জিয়া যেসব আসন থেকে নির্বচন করবেন, সেসব আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। যেহেতু তিনি দিনাজপুর সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই এই আসনেও প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।
গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এ জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান-শ্রদ্ধা দেখিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ জাতীয় নেতৃবৃন্দ, যারা গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ-আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, সেই সব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ বা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন।
‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার শফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন প্রমুখ।




