ক্যাটরিনাকে কখনো ভুলবেন না, ঘোষণা অক্ষয়ের

অনলাইন ডেস্ক: ক্যারিয়ারের শুরুর দিকে যেকজন নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বর্তমানে বলিউডের ব্যস্ততম নায়িকা ক্যাটরিনা কাইফ, তাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। অক্ষয়-ক্যাটের জুটিকে বলিউডের অন্যতম হিট জুটি হিসেবেই ধরা হয়।

২০০৭ সালে তাদের অভিনীত চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কাধ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাঁটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই মনে করছে নেটিজেনরা।

কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট প্রোমো শেয়ার করেছেন, সেখানে অক্ষয়ের দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় বলে ওঠেন, ‘আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।’

ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনও সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আমাদের রানী ক্যাটরিনাকে কখনও ভুলবো না।’

Related Articles

Back to top button