আট ঘণ্টার শিফট দাবিতে কোয়েলের সমর্থন

অনলাইন ডেস্ক: বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে আট ঘণ্টার শিফটের দাবিকে ঘিরে যখন বিতর্ক চলছে, তখন তার পাশে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। মাতৃত্বের অভিজ্ঞতা থেকে কোয়েল মনে করেন, দীপিকার এই দাবি একেবারেই যৌক্তিক।

সম্প্রতি দীপিকা কাজের সময়সীমা সীমিত রাখার প্রস্তাব দেন। সন্তান জন্মের পর তিনি দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করতে চান, এমন বক্তব্যের পর থেকেই শুরু হয় তীব্র আলোচনার ঝড়। এমনকি এ দাবির জেরে দুটি বড় বাজেটের ছবি থেকেও তাকে বাদ দেওয়া হয় বলে জানা গেছে।

তবুও দীপিকা নিজের অবস্থানে অটল, আর সেই অবস্থানকেই স্বাভাবিক ও ন্যায্য বলছেন কোয়েল মল্লিক। তিনি বলেন,’আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর নতুন মা হিসেবে আট ঘণ্টা কাজের দাবি একদমই ন্যায্য। এখানে অন্যায় কিছু নেই।’

দুই সন্তানের মা কোয়েল বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডে। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার একাধিক ছবি।

তবে শুধু দীপিকার পক্ষে কথা বলেই থেমে যাননি তিনি; প্রযোজকদের বাস্তব পরিস্থিতির দিকেও দৃষ্টি দিয়েছেন কোয়েল। তার ভাষায়,’বড় বাজেটের প্রোডাকশনে বিশাল সেট তৈরি হয়, প্রতিটি ঘণ্টার খরচও অনেক বেশি। তাই বিষয়টি প্রযোজক ও অভিনেতা, দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ঠিক করা উচিত।’

Related Articles

Back to top button