‘উপ-খাদ্য পরিদর্শক’ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক: দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এর আগে পরীক্ষার হলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, নকল স্ট্যাম্প এবং পাঁচটি আধুনিক প্রযুক্তি নির্ভর ডিভাইস জব্দ করা হয়।

পুলিশ সুপার মারুফাত হুসাইন গতকাল রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছে তথ্য ছিল যে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় কিছু প্রার্থীরা ডিভাইস ব্যবহার করে প্রশ্ন ফাঁস করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে প্রথমে কৃষ্ণপদ রায়কে পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ আটক করা হয়। কৃষ্ণপদ রায়ের দেয়া তথ্যের আলোকে পুলিশ পরে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলার বিরল উপজেলার ছাঙ্গুল পূর্ব রামচন্দ্রপুর এলাকার কৃষ্ণপদ রায় এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক—সবুজ ও মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করছিল। প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের ধারণা, গ্রেফতাররা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button