অবশেষে রক্ষা পেলো সিলেটের ‘মিনিস্টার বাড়ি’

অনলাইন ডেস্ক: সিলেট নগরের পাঠানটুলা এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ অবশেষে স্থগিত করা হয়েছে।

গতকাল রোববার (২৬ অক্টোবর) এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দা, ইতিহাসপ্রেমী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বাড়িটি সংরক্ষণের দাবিতে ব্যাপক আলোচনা চলছিল। সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশ অমান্য করে আবারও ভাঙার কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট’-সহ বিভিন্ন সংগঠন শনিবার (২৫ অক্টোবর) মিনিস্টার বাড়ির সামনে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক, সংস্কৃতিকর্মী ও স্থানীয় ইতিহাসপ্রেমীরা অংশ নিয়ে বাড়িটি সংরক্ষণের দাবি জানান।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা জানিয়েছেন, ঐতিহাসিক এ বাড়িটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

প্রায় শতবর্ষী মিনিস্টার বাড়িটি সিলেটের ইতিহাস ও রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি নির্মাণ করেছিলেন আইনজীবী ও প্রখ্যাত রাজনীতিক আবদুল হামিদ, যিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপনা সভার সদস্য ও শিক্ষামন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর এই পরিচয়ের কারণেই স্থানীয়রা স্থাপনাটিকে “মিনিস্টার বাড়ি” নামে ডাকেন।

এই বাড়িতে পদধূলি রেখেছেন বহু খ্যাতনামা ব্যক্তিত্ব, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা এ কে ফজলুল হক, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

Related Articles

Back to top button