ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: ভোলা শহরের নতুন বাজারে গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়ি পুড়ে যায় এবং অন্তত ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌরসভার কর্মীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে মালামাল গাড়িতে তুলছিলেন। এ সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষের সূত্রপাত হয়।

উচ্ছেদ অভিযানের কর্মী আনাসার-ভিডিপি আবুল কালাম আজাদ জানান, তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়। সংঘর্ষের সময় পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, উচ্ছেদ অভিযানে আগে থেকে পুলিশ চাওয়া হয়নি, তবে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Back to top button