কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ঘিরে কানাডার একটি ‘বিতর্কিত’ বিজ্ঞাপন প্রচারের জেরে এই পদক্ষেপ নেন তিনি।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতাকে বিকৃত করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। ওই বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, অথচ অনুমতিও নেয়নি।’

তিনি আরও লেখেন, ‘রিগ্যান সব সময় আমেরিকার নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে শুল্কের পক্ষে ছিলেন। কিন্তু কানাডা ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করেছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা সম্প্রচারিত হয়েছে। এ কারণেই কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনাও বাতিল করেছিলেন। সে সময় ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে দেখানো হয়েছে। এটি মিথ্যা ও অসম্মানজনক। কানাডার জঘন্য আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো’

এর আগে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে ইউএসএমসিএ (মেক্সিকো–কানাডা–মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি)–এর আওতাভুক্ত কিছু পণ্য এতে ছাড় পায়।

প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ইউএসএমসিএ চুক্তির বাইরে কানাডীয় পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করা হয়েছে—যার মধ্যে ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে রয়েছে ২৫ শতাংশ শুল্ক।

Related Articles

Back to top button