জমজমাট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক: সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের দাপট ধরে রেখেছে বাংলাদেশ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেট থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ২৫-২০ পয়েন্টের ব্যবধানে প্রথম সেট জিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেটেও নিজেদের আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ২৫-২১ পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় সেটও নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। বেশ দাপট দেখিয়ে ২৫-১৫ পয়েন্ট ব্যবধানে জিতে যায় লঙ্কানরা। আরও জমজমাট হয় চতুর্থ সেটের খেলার। ২৫-২২ পয়েন্টে জিতে সমতায় ফেরায় শ্রীলঙ্কা।
ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। এক সময় ১১-১১ সমান পয়েন্ট থাকে দু’দলের। সেখান থেকে শেষ পর্যন্ত ১৫-১১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম।




