ইউক্রেনের নতুন ১০টি এলাকা দখল নিল রুশ বাহিনী

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর—এই সাত দিনের সময়সীমার মধ্যে দখলকৃত নতুন এই লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের অন্তর্ভুক্ত।

একই সঙ্গে, রুশ সেনারা এই সময়ের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা চালালেও রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related Articles

Back to top button