‘সঞ্জয় দত্তের অস্ত্র আসক্তি ছিল, তবে বোমা হামলা সম্পর্কে জানতেন না’

অনলাইন ডেস্ক: ১৯৯৩ সালের ভয়াবহ মুম্বাই সিরিজ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এবার সেই মামলার প্রসঙ্গে মুখ খুললেন মামলার তৎকালীন পাবলিক প্রসিকিউটর ও বর্তমান সংসদ সদস্য উজ্জ্বল নিকম। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিকম জানান, সঞ্জয় দত্ত বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে অস্ত্রের প্রতি আসক্ত ছিলেন। তিনি অস্ত্র সম্পর্কে জানতেন তবে তিনি জানতেন না যে বিস্ফোরণ ঘটতে চলেছে। তিনি যদি আগে জানতেন তবে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ঘটত না।

নিকম আরও বলেন, ‘সঞ্জয় দত্তের অস্ত্র আসক্তি ছিল। তাই তিনি নিজেই একে-৫৬ রাইফেলটি রেখেছিলেন। ১২ তারিখের আগে আবু সালেম একটি ট্রাকে অস্ত্র নিয়ে এসেছিলেন এবং সঞ্জয় সেগুলো দেখেছিলেন। একটি একে-৫৬ তার কাছে রাখা হয়েছিল এবং বাকিগুলো ফেরত দেওয়া হয়েছিল। তবে তাকে (সঞ্জয় দত্তকে) শাস্তিও দেওয়া হয়েছে।’

সঞ্জয় দত্ত তখন বলিউড সুপারস্টার এই বিষয়টি কি কোনোভাবে উজ্জ্বলের ওপর প্রভাব ফেলেছিল কি না এমন প্রশ্নের উত্তরে উজ্জ্বল বলেন, ‘আমার ওপর কোনো চাপ ছিল না। আদালত যখন সঞ্জয়কে সাজা দেয় তখন তার আইনজীবী এই বলে ক্ষমা প্রার্থনা করেছিলেন যে এটাই তার প্রথম অপরাধ! আমি প্রতিবাদ করেছিলাম কারণ সঞ্জয় এর আগেও দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ৯ মিমি পিস্তল কিনেছিলেন। এটাই তার প্রথম অপরাধ নয়।’

নিকমের মতে, সঞ্জয় দত্ত বোমা হামলার ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানতেন না। উজ্জ্বল বলেন, ‘আমার মনে হয় না সঞ্জয় দত্ত জানতেন। যদি তিনি পুলিশকে জানাতেন তবে তারা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারত এবং বিস্ফোরণ রোধ করা যেত। তিনি বিস্ফোরণের খবর জানতেন না ঠিকই কিন্তু যদি জানতেন যে এত অস্ত্র এসেছে এবং সেখানে আরডিএক্স ও গ্রেনেড রয়েছে তাহলেও পুলিশ হয়তো তদন্ত করে তা থামাতে পারত।’

উল্লেখ্য, ২০০৭ সালে সঞ্জয় দত্তকে সিরিজ বোমা মামলার সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়, তবে অবৈধ অস্ত্র রাখার জন্য তাঁকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাজা শেষে ২০১৬ সালে ২৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি।

Related Articles

Back to top button