‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’ এ সাবিলা নূর

অনলাইন ডেস্ক: ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অভিনেত্রী সাবিলা নূর। এরপর থেকে একের পর এক সিনেমার প্রস্তাব পেয়ে চলেছেন তিনি।

শাকিবের বিপরীতে প্রথমবার বড় পর্দায় সাবিলা নূর

বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসানের নতুন সিনেমা ‘রাক্ষস’ এ অভিনয় করবেন সাবিলা। তবে সিনেমাটি করছেন না এই তারকা।

জানা যায়, ‘রাক্ষস’ এর শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর।

জানা গেছে, একই সময়ে দুই সিনেমার শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর।

সাবিলা নূর
সাবিলা বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই “বনলতা এক্সপ্রেস” ছবিটি নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে “রাক্ষস” নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে। আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন।

দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন, তা–ও জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি।’

এদিকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক জানালেন, তারা নতুন নায়িকা খুঁজছেন। কয়েকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। শুটিং শুরুর আগে চূড়ান্ত হওয়া নামটি প্রকাশ্যে আনবেন।

Related Articles

Back to top button