তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সেনাবাহিনীর সহায়তায় তিন ঘণ্টা পর রাত ১১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সচল হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হারিকেন এলাকায় বেপরোয়া ট্রাক এক পথচারীকে চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন

এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিক্ষুব্ধ জনতা তা উপেক্ষা করে সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনীর দুটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১১টা ২০ মিনিটে বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে দেন। এতে প্রায় তিন ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর সহায়তায় রাত ১১টা ২০ মিনিটের দিকে সড়কটি স্বাভাবিক হয়েছে। বিক্ষুব্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে।

Related Articles

Back to top button