ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে পাবনার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে রাজশাহী থেকে পাবনার ঢালারচর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যতীত রাজশাহী থেকে দেশের অন্যান্য গন্তব্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার সময় অপর লাইনে রাখা অতিরিক্ত দুটি বগির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই রেলওয়ের জরুরি উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ শুরু করে। তবে ঠিক কতক্ষণে লাইন সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।