চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতির পথে: ব্যক্তিগত সহকারী

অনলাইন ডেস্ক: প্রায় এক মাস ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি এসেছে। মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানিয়েছেন, আগের তুলনায় তার অবস্থা এখন অনেক ভালো।

আবুল খায়ের বলেন, “লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে, এখন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।”

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অগ্রদূত তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরেই তিনি স্ট্রোকের কারণে হুইলচেয়ারে চলাফেরা করছেন এবং শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত।

Related Articles

Back to top button