চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর তালা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার পর একদল যুবক ভবনটির চতুর্থ তলার সেই কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি আবদুল করিম গণমাধ্যমকে বলেন, “দোস্ত বিল্ডিংয়ে একটি কার্যালয় ভাঙচুর হয়েছে বলে রাতে আমরা শুনেছি। রাত ৯টা পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আমাদের মোবাইল টিম সেখানে পাঠিয়েছি।”
কার্যালয়টি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের। সেখানে ভাঙচুরের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, একদল যুবক কার্যালয়টির বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকে দেখা যায়।
ভাঙচুরের বিষয়ে আরিফ মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন, “আমাদের কাছে খবর ছিল অফিসটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন রাতের বেলা কার্যক্রম পরিচালনা করছে। সে কারণে আমরা সেখানে গিয়েছিলাম।
“সেখানে গিয়ে আমরা এর প্রমাণ পেয়েছি। তালা ভেঙে ঢুকে অফিসের ভেতর পরিপাটি পেয়েছি। সবকিছুই সাজানো গোছানো ছিল। টেবিল, চেয়ার ও পানের ডিব্বা দেখেছি পরিপাটি অবস্থায়।
পরে ওই কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানান আরিফ মঈনুদ্দিন।
গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করেছিল বিক্ষুব্ধ জনতা।