কাপ্তাই হ্রদের জলে মিলল বিরল গোলাপি হাতির মৃতদেহ

অনলাইন ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে পাওয়া গেছে বিরল প্রজাতির একটি গোলাপি বন্য হাতির শাবকের মৃতদেহ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলার বরকল উপজেলার দুর্গম বরুনাছড়ি বাজার এলাকায় হ্রদের পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।

কয়েক মাস আগে ব্যতিক্রমী গায়ের রঙের জন্য আলোচনায় আসে এই গোলাপি হাতিটি। জুন মাসে একটি ভিডিও ভাইরাল হলে সেটিকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা তখন জানিয়েছিলেন, এটি জিনগত বা হরমোনজনিত কারণে হাতির ত্বকের রঙে ভিন্নতা দেখা যেতে পারে, এবং সেটিই এই শাবকের ক্ষেত্রে হয়েছে।

ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তারা পৌঁছালেও শাবকটির মা ও আরও কয়েকটি বন্য হাতি তার মৃতদেহের আশেপাশে অবস্থান করায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, বিরল প্রজা‌তির হাতির শাবকটির মৃতদেহ পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছিনা, কারণ শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি,আমরা মূলত অপেক্ষাই করছি।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি মাসহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি হয়ত পানিতে পড়ে গেছে। সেখান থেকে আর উঠতে পারেনি।

Related Articles

Back to top button