যুক্তরাষ্ট্রে নতুন আইফোন কিনতে লাগবে ৫ দিনের বেতন, বাংলাদেশে ১২৫ দিনের

অনলাইন ডেস্ক: একই মডেলের আইফোন কিনতে বিভিন্ন দেশের মানুষের আয় ও ব্যয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কিছু দেশে মাত্র কয়েক দিনের বেতনে একটি নতুন আইফোন কেনা সম্ভব, আবার কোথাও কয়েক মাসের কষ্টার্জিত অর্থের প্রয়োজন হয়। সম্প্রতি একটি গবেষণা থেকে দেশগুলোর গড় আয়ের ভিত্তিতে একটি হিসাব করা হয়েছে, যেখানে দেখা যায় একটি নতুন আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) কিনতে কত দিন কাজ করতে হয়। এই হিসাবে লুক্সেমবার্গ এবং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন দেশের তথ্য তুলে ধরা হয়েছে।

গবেষণা অনুযায়ী, লুক্সেমবার্গে একজন গড় আয়ের ব্যক্তির একটি আইফোন কেনার জন্য মাত্র ৪ দিন কাজ করতে হয়। সেখানে মাসিক গড় আয় প্রায় ৬ হাজার ৯৬৬ ইউরো (প্রায় ১০ লাখ ৪ হাজার টাকা) এবং আইফোনটির দাম ১ হাজার ২৮৯ ইউরো (প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা)। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একজন গড় আয়ের ব্যক্তিকে এই ফোনটি কেনার জন্য ৫ দিন কাজ করতে হবে। তাদের মাসিক গড় আয় ৫ হাজার ১৭৪ মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা), আর আইফোনের দাম ১ হাজার ৯৯ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা)।

এই তালিকায় অন্যান্য উন্নত দেশগুলোও ভালো অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডে এই ফোনটি কিনতে মাত্র ৩ দিন কাজ করতে হয়। এছাড়া, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে এবং অস্ট্রেলিয়াতে লাগে ৪ দিন। অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি এবং কানাডাতেও মাত্র ৫ দিন কাজ করেই নতুন আইফোন কেনা সম্ভব।

তুলনামূলকভাবে, এশিয়ার দেশগুলোতে আইফোন কেনার জন্য অনেক বেশি দিন কাজ করতে হয়। ফিলিপাইনে একজন গড় আয়ের ব্যক্তিকে ৩৯ দিন কাজ করতে হয়, যেখানে মাসিক গড় আয় ৪৪ হাজার ৮০০ পেসো (৯৬ হাজার টাকা)। ভারতে এই সংখ্যা আরও বেশি। সেখানে মাসিক গড় আয় প্রায় ২৫ হাজার রুপি (৩৫ হাজার টাকা), এবং একটি আইফোন কিনতে প্রায় ১১৯ দিন কাজ করতে হয়।

এই তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতে ৮ দিন, স্পেনে ৯ দিন, পোল্যান্ডে ১৭ দিন, পর্তুগালে ২৪ দিন, হাঙ্গেরিতে ২৭ দিন, চিলিতে ৩২ দিন, মালয়েশিয়াতে ৪৫ দিন, থাইল্যান্ডে ৬১ দিন, ব্রাজিলে ৭৭ দিন, তুরস্কে ৮৯ দিন এবং ভিয়েতনামে ৯৯ দিন কাজ করার প্রয়োজন হয়।

বাংলাদেশের ক্ষেত্রে, একটি নতুন আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) কেনার জন্য একজন গড় আয়ের ব্যক্তিকে চার মাসের বেশি সময় ধরে কাজ করতে হবে। গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মাসিক গড় আয় ২৮ হাজার ২৫৯ টাকা এবং দৈনিক গড় আয় ১ হাজার ২৮৪ টাকা (২২ কর্মদিবস ধরে)। যেহেতু প্রি-অর্ডার পর্যায়ে আইফোনের সম্ভাব্য দাম ১ লাখ ৬০ হাজার টাকা ধরা হয়েছে, তাই এই ফোনটি কেনার জন্য একজন গড় আয়ের ব্যক্তিকে ১২৫ দিন কাজ করতে হবে।

এই হিসাবগুলো গড় আয়ের ভিত্তিতে করা হয়েছে, তাই আয়ের ভিন্নতা অনুযায়ী প্রয়োজনীয় দিনের সংখ্যাও পরিবর্তিত হবে। তবে এটি স্পষ্ট করে দেয় যে, কোন দেশে নতুন আইফোন কেনা কতটা সহজ আর কোথায় তা কতটা কঠিন। এই গবেষণাটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অ্যাপল, ইকোনমিক টাইমস, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য বিভিন্ন সংস্থার তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। সূত্র: দৈনিক প্রথম আলো

Related Articles

Back to top button