জাতিসংঘে নিজের ওপর ‘ট্রিপল নাশকতা’র অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জাতিসংঘে তার উপস্থিতির সময় ‘ট্রিপল নাশকতা’ ঘটেছে। তিনি বলেছেন, একই দিনে এসকেলেটর, টেলিপ্রম্পটার এবং সাউন্ড সিস্টেমে ত্রুটি স্বাভাবিক ঘটনা নয়। এসব ঘটনার তদন্ত করছে সিক্রেট সার্ভিস।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

ট্রাম্পের দাবি, তিনি এবং তার স্ত্রী মেলানিয়া যখন এসকেলেটর ব্যবহার করে মূল তলায় যাচ্ছিলেন, তখন এটি একটি শব্দ করে হঠাৎ থেমে যায়, যার ফলে তারা প্রায় পড়ে যাচ্ছিলেন। তিনি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন।

এছাড়াও, তার বক্তৃতার শুরুতে টেলিপ্রম্পটারটি অন্ধকার হয়ে যায় এবং সাউন্ড সিস্টেমটিও অকেজো থাকায় উপস্থিত বিশ্বনেতারা তার কথা শুনতে পাননি। ট্রাম্প লিখেছেন, ‘একটি নয়, দুটি নয়, তিনটি অত্যন্ত ভয়াবহ ঘটনা।’

এই অভিযোগের বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা ভিন্ন কথা বলেছেন। তারা জানান যে, এসকেলেটরের সুরক্ষা ব্যবস্থাটি সক্রিয় হওয়ার কারণে এটি বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত ট্রাম্পের নিজস্ব ফটোগ্রাফার এর সঙ্গে জড়িত ছিলেন।

টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউস সরবরাহ এবং নিয়ন্ত্রণ করছিল, তাই এ ব্যাপারে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না। একজন নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের কর্মকর্তা জানান যে, সাউন্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা তাদের আসনে বসে ইয়ারপিসের মাধ্যমে ছয়টি ভিন্ন ভাষায় ভাষণ শুনতে পান। তিনি ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ট্রাম্প এই ঘটনাকে অন্তর্ঘাত আখ্যা দিয়ে জাতিসংঘকে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলেছেন এবং তাদেরও তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

সূত্র: এবিসি নিউজ

Related Articles

Back to top button