ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নে জামালপুরের মাদারগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসুর পূর্ণরূপ বলতে পারেননি। পরে তিনি বলেন, ‘হায়রে ছাত্রদল,আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো, নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জিতে।’

সম্প্রতি বিএনপি নেতার ক্ষোভ প্রকাশের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সভায় মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, ‘চারটি বিশ্ববিদ্যালয়েই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণটা আমাদের যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমাদের কর্ম নাই, সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে সম্পর্ক নাই। কলেজ ক্যাম্পাস, হাইস্কুল ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কোনো ইতিবাচক কাজ নাই।’

বাবুল আরও বলেন, ‘আল্লাহ এবার ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেবে ঠিক, কিন্তু আমার ধারণা খুব বেশিদিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি মানুষের মন জয় করে চলতে না পারি। মানুষের মন কিন্তু জয় করে চলতে পারছি না, যে কারণে বলি ১৪ মাসে ১৪টি ভোট কমেছে, ভোট কিন্তু ১৪টা কমে নাই, ভোট অনেক বেশি কমছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যারা কম মেধাবী তারা পড়ে? সব চিটাগাংয়ের পোলাপান পড়ে? রাজশাহীর পোলাপান পড়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদারগঞ্জের দুই-চারজন আছে না। সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে যায়, ঢাকা যায়, চট্টগ্রামে পড়তে যায়। বাংলাদেশের সেরা মেধাবী ছেলে-মেয়েগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওরা ভোট দেয় নাই, ওই ছেলে-মেয়েগুলো মাদারগঞ্জ-মেলান্দহে বসবাস করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাসহ নানান মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর ৩ মাদারগঞ্জ মেলান্দহ আসনের বিএনপির এমপি প্রার্থী প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।

Related Articles

Back to top button