ফের বিয়ের পোস্ট দিলেন মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক: দেড় বছর আগে দিয়েছিলেন বিচ্ছেদের ঘোষণা, তারপর থেকেই চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন জগতে ছিল নানা জল্পনা-কল্পনা। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না।

সেই ঘোষণার পর জনসমক্ষে আর দেখা যায়নি মাহি-রাকিব দম্পতিকে। সম্প্রতি সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন এই আলোচিত তারকা। অনেকটা নাটকীয়ভাবেই তিনি ভক্তদের সুখবর দিলেন।

ফেসবুকে মাহিয়া মাহির বিয়ের পোস্ট
শনিবার (১৮ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিয়ের পোস্ট দিলেন। এ পোস্ট দেওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তাদের পোস্টের কমেন্ট বক্স ভরে যায় ভালোবাসার বার্তায়।

একজন নেটিজেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অভিনন্দন প্রিয়ভাই, আপনাদের জন্য শুভকামনা। সৃষ্টিকর্তা আপনাদের সবসময় ভালো রাখুক।’ আরেকজন লিখেছেন, ‘রাকিব সরকার ভাই মাহিয়া মাহি ভাবি আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।’

Related Articles

Back to top button