লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী নিয়ে বিএনপি নেতার জামায়াতে যোগ

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী–সমর্থক নিয়ে বিএনপি নেতা হোসেন আহমেদ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।

হোসেন আহমেদ চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন। এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন।

অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ওয়ার্ড জামায়াত সভাপতি ফখরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, ‘হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী–সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।’

নতুন সদস্য হোসেন আহমেদ বলেন, ‘শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। পরে বুঝেছি, বিএনপির সঙ্গে ইসলামী আদর্শের কোনো সম্পর্ক নেই। তাই অন্যায় পথে না থেকে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Related Articles

Back to top button