কুমিল্লায় নিজ বাসার খাটের নিচে নারীর রক্তাক্ত মরদেহ

অনলাইন ডেস্ক: কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ বলছে, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার ডানপাশের ফ্ল্যাট থেকে খাটের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করতেন।
প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে রেসকোর্সে মায়ের সঙ্গে থাকতেন তিনি। গত চার থেকে পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য যান। এসময় তিনি একাই বাসায় ছিলেন। তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন। আরেকজন বিবাহসূত্রে নোয়াখালীতে বসবাস করেন।
আর তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে ফোন করলে পাওয়া যায়নি। পরে নিজেই বাসায় এসে দরজা খুলে দেখতে পান মায়ের অনুপস্থিতি। খাটের নিচে রক্ত দেখে তিনি হকচকিয়ে থাকেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, ‘গতকাল সকালে আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনছি ফুফু মারা গেছে। খাটের নিচে মরদেহটি কীভাবে গেল, এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড।’
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডের সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনার কারণ নির্ণয় এবং তদন্তে তৎপর রয়েছে।