আবারও কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় হামলা

অনলাইন ডেস্ক: বিনোদন জগতের জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন— আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলা চালিয়েছে? 

এর মধ্যেই এ ঘটনার দায় স্বীকার করে নিলেন বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তারা লিখেছেন, আমি কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তারা সাবধান। 

এর আগে দুবার একই ঘটনা ঘটেছে। সেই হামলার দায়ও নিয়েছে বিষ্ণোই দলের দুই সদস্য। যদিও এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা।

চলতি বছরের শুরুর দিকে কানাডায় নিজের রেস্তোরাঁ খোলেন কৌতুকশিল্পী কপিল শর্মা। এরপর থেকেই একের পর এক হামলার শিকার। যদিও তার ব্যবসার সব কিছু দেখভাল করেন কপিলপত্নী। এ রেস্তোরাঁ খোলার পরপরই ভয়াবহ হামলা হয়। গত ৯ জুলাই ভোরের দিকে ক্যাফে খুলতেই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে ক্যাফেতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই ঘটনার দায়ও স্বীকার করেছিলেন হরজিৎ সিংহ লাড্ডি নামে এক দুষ্কৃতকারী।

Related Articles

Back to top button