রাঙামাটিতে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা আটক

অনলাইন ডেস্ক: রাঙামাটিতে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
পুলিশ জানায়, বুধবার দিনব্যাপী অভিযানে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সোহেল চাকমা, রাঙামাটি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীলকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে আটক করেছে পুলিশ।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, আটককৃতদের ডেভিল হান্টের অভিযানে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




