‘মিম সে মোহাব্বত’ জুটি কি প্রেম করছেন?

অনলাইন ডেস্ক: পাকিস্তানি ধারাবাহিক ‘মিম সে মোহাব্বত’-এ আহাদ রাজা মীর ও দানানির মোবিনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। পর্দা ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রে এক বিয়ের আয়োজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আহাদ ও দানানির। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। প্রেমের গুঞ্জনের মধ্যে এক ফটোশুটে অংশ নেন এই আলোচিত জুটি। কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে।

ফটোশুটে দানানির মোবিন সোনালি কারুকাজ করা কালো অনারকলি পরেছেন, আহাদ সূক্ষ্ম কারুকাজ করা কালো শেরওয়ানি পরেছেন।

দুজনের পোশাক–আশাক, চাহনি আর রসায়নে প্রেম খুঁজে পাওয়ার কথা বলছেন ভক্তরা। কেউ কেউ লিখেছেন, ‘দুজনের সম্পর্কটা আর পেশাদার নেই, ব্যক্তিগত মনে হচ্ছে।’

কয়েক মাস আগে স্নাতকোত্তর শেষ করেছেন দানানির মোবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দানানিরকে ফুলের মালা উপহার দেন আহাদ রাজা মীর। আহাদের বাবা মিষ্টি উপহার দিয়েছেন, দানানিরের জন্য মাংস রান্না করেছেন আহাদের মা।

প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনার মধ্যে দানানির এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার চরিত্রকে মানুষ ভালোবাসলে ভালো লাগে। চরিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন না মেলানোর অনুরোধ করব।’

২০২১ সালের ‘পাউরি হো রেহি হ্যায়’ শীর্ষক এক ভাইরাল ভিডিওর সুবাদে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশেও পরিচিতি পেয়েছিলেন দানানির।

ভাইরাল ভিডিওটি দানানির মোবিনের জীবনটাই বদলে দিয়েছে। ইউটিউবার থেকে রীতিমতো অভিনেত্রী বনে গেছেন। পাকিস্তানে হালের তরুণ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর ২০২০ সালে অভিনেত্রী সজল আলীকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। সজল আলীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে অভিনেত্রী রামশা খানের সঙ্গে আহাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে গুঞ্জন হালে পানি পায়নি

Related Articles

Back to top button