বিমান বন্দরে দর্শকদের রোষানলে ক্রিকেটাররা, যৌক্তিক সমালোচনার আহ্বান নাঈম শেখের

অনলাইন ডেস্ক: এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়া এবং এর পরপরই ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার কারণে জাতীয় দলের ক্রিকেটাররা বুধবার (১৫ অক্টোবর) রাতে দেশে ফিরতেই বিমানবন্দরে দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন।

সাম্প্রতিক অতীতে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি ক্রিকেটারদের। কেউ দুয়ো শুনেছেন, কেউ-বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে আক্রমণ হওয়ায় তারা বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। স্বভাবতই এতে মনঃক্ষুণ্ণ হন বাঁ-হাতি ব্যাটার নাঈম শেখ, যিনি পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

নাঈম শেখ তার পোস্টে লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা।’

তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’ তবে তাদের প্রতি ঘৃণা প্রকাশে তিনি ক্ষোভ প্রকাশ করেন, ‘কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না।’

নাঈম সমর্থকদের কাছে ‘ভালোবাসা’ চেয়ে ‘যৌক্তিক সমালোচনা’ করার আহ্বান জানান, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও তা হেলায় হারানোর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। বিশেষ করে শেষ দুই ম্যাচে যথাক্রমে ১০৯ এবং ৯৩ রানে অলআউট হয়ে বড় হারের লজ্জায় পড়ে মিরাজ-নাঈম-হৃদয়রা। এই সিরিজে কেবল শেষ ওয়ানডেতে খেলেছেন নাঈম শেখ, যেখানে তিনি ২৪ বলে স্রেফ ৭ রান করেন।

Related Articles

Back to top button