মাহিয়া মাহির সংসার কি আবার জোড়া লাগছে?

অনলাইন ডেস্ক: রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, বছর দেড়েক আগে এমনটিই জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপরে আগে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মাহি, তবে স্বামী রাকিব কোথায়, তা জানেন না কেউ।

হঠাৎ করেই সোমবার (১৩ অক্টোবর) রাতে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ।’

স্বামী-সন্তানের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি


এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে। এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।

ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের যে যা–ই বলুক, এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি মাহি–রাকিব দুজনের কেউই।

Related Articles

Back to top button