ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মধ্যে পার্থক্য নেই: শাহেদ আলী

অনলাইন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক কনটেন্ট নির্মাণ নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ফেসবুক বা টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করার প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে এ মন্তব্য করেন শাহেদ আলী। তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা, সোশ্যাল মিডিয়ায় ‘‘লাইভ’’ বা ‘‘রিলস’’ বানিয়ে টাকা কামানো নয়’।

শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’ সম্প্রতিই মুক্তি পেয়েছে। মঞ্চনাটক থেকে বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।

অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে শাহেদ আলীর মন্তব্য— ‘শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই টিকে থাকবে, যখন আমরা টাকার জন্য নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করব।’

Related Articles

Back to top button