ত্রিশালে ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিশাল উপজেলার জাতীয়তাবাদী দলের কর্মী-সমর্থকদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলার সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ রনি প্রমুখ।
উল্লেখ্য সমাবেশে বক্তাদের দাবি সম্প্রতি এনামুল হক ভূঁইয়া উপজেলার ধানিখোলা ইউনিয়নে এক সমাবেশে ধানের শীষ প্রতীক নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।