আগ্নেয়াস্ত্র মজুদের খবরে বাড়ি ঘেরাও, ওয়্যারড্রোব খুলে মিললো নকল অস্ত্র-গুলি

অনলাইন ডেস্ক: কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। এর আগে সোমবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় এ অভিযানে এসব অস্ত্র ও জালনোট জব্দ করা হয়।

এ ঘটনায় মোক্তাদির আলী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদের খবরের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ দল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানে মোক্তাদিরের ঘরের ওয়্যারড্রোব থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া আসল সদৃশ পাঁচটি নকল বিদেশি পিস্তল ও আট রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়। অভিযানে মোক্তাদির আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছে গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতো। ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতেও সে জড়িত ছিল।

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মোক্তাদির মূলত অনলাইনে নকল অস্ত্র ও জাল টাকা বিক্রি করে আসছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সরবরাহকারী চক্রকে ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার মোক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Back to top button