১৬ রানেই নেই পাকিস্তানের শেষ ৫ উইকেট, স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও

অনলাইন ডেস্ক: লাহোর টেস্টের দ্বিতীয় দিনের সকালটা পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাবর আজমের দল। আগের দিন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার দারুণ ব্যাটিংয়ে দলটা ছিল দারুণ অবস্থানে। কিন্তু আজ সকালে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ। বেশিদুর যেতে দেয়নি পাকিস্তানকে। ৩৬২ রানে ষষ্ঠ উইকেট তুলে নেওয়ার পর আর মাত্র ১৬ রান যোগ করতেই পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।
রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন। আজ দিনের খেলার ১১.৩ ওভারে ভাঙে তাদের ১৬৩ রানের জুটি। ৭৫ রানে মুতুসামির বলে ভেরাইনাকে ক্যাচ দেন রিজওয়ান। এক বল পর নোমানকেও (০) ফেরান এই বাঁহাতি স্পিনার। পাকিস্তান এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি। ৯৩ রান করা সালমান ১১১তম ওভারে আউট হওয়ার মধ্য দিয়ে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। ১১৭ রানে ৬ উইকেট নেন মুতুসামি। টেস্টে এটাই প্রথম ৫ উইকেট তাঁর।
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালোই ছিল। ওপেনার রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি মিলে প্রথম উইকেটে ৮০ রানের জুটি গড়েন। রিকেলটন ৭১ রানে আউট হওয়ার পরই ধস নামে সফরকারীদের ইনিংসে। মাত্র ১৩ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সাজিদ খান, নোমান আলী ও সালমান আগার ঘূর্ণিতে একে একে ফেরেন ট্রিস্টান স্টাবস (৮), ডেভাল্ড ব্রেভিস (০) ও কাইল ভেরাইন (২)।
সালমানের বলে স্লিপে রিকেলটনের ক্যাচ নেন বাবর আজম। ৫৫তম ওভারে দলীয় ১৯২ রানে ট্রিস্টান স্টাবস (৮) নোমানের শিকার হওয়ার পরের ওভারে ডেভাল্ড ব্রেভিসও (০) ফেরেন সাজিদের শিকার হয়ে। ১৯৩ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬১তম ওভারে দলীয় ২০০ রানে কাইল ভেরাইনাও (২) ফেরেন নোমানের বলে এলবিডব্লু হয়ে। এরপর অবিচ্ছিন্ন ১৬ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন ডি জর্জি ও মুতুসামি।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এ পর্যন্ত সেরা জুটি তৃতীয় উইকেটে রিকেলটন ও ডি জর্জির। ৯৪ রান এসেছে তাঁদের জুটিতে। দ্বিতীয় দিনেই উইকেট থেকে সাহায্য পান পাকিস্তানের দুই স্পিনার সাজিদ ও নোমান। দুজনের বলই বাঁক পাওয়ার সঙ্গে নিচু হয়েছে।
লাহোরের এই উইকেটে স্পিনাররা স্পষ্ট সুবিধা পাচ্ছেন। বল নিচু হচ্ছে, টার্নও করছে অনিয়মিতভাবে। তৃতীয় দিন থেকেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে যে কোনো দিকেই। পাকিস্তান চাইবে দ্রুত দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে, আর প্রোটিয়ারা ভরসা রাখবে ডি জর্জির ব্যাটে, যিনি এক প্রান্তে স্থির থেকে দলের আশা বাঁচিয়ে রেখেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১১০.৪ ওভারে ৩৭৮ (ইমাম ৯৩, সালমান ৯৩, মাসুদ ৭৬; মুতুসামি ৬/১১৭, সুব্রায়েন ২/৭৮)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৭ ওভারে ২১৬/৬ (ডি জর্জি ৮১, মুল্ডার ১৭, মুতুসামি ৬; নোমান ৪/৮৫, সাজিদ ১/৭৩)