গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দুঃস্বপ্নের অবসান ঘটেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি ‘দুঃস্বপ্নের অবসান’ হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) দেওয়া ভাষণে তিনি এই চুক্তিকে ‘ঐতিহাসিক সূচনা’ হিসেবে অভিহিত করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই দুই বছরের যুদ্ধের অবসান ঘটেছে। খবর বিবিসির।

জিম্মি মুক্তি উদযাপনে সোমবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। পরে তিনি যান নেসেটে, যেখানে তাকে বীরের অভ্যর্থনা জানানো হয়। পার্লামেন্টে উপস্থিত সবাই জিম্মি মুক্তিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। অনেকের মাথায় ছিল ট্রাম্পের নাম লেখা টুপি। পরে চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নেসেটে ভাষণ দেন ট্রাম্প।

নিজের ভাষণে ট্রাম্প বলেন, ‘নতুন মধ্যপ্রাচ্যে এটি একটি ঐতিহাসিক ভোর। এটি শুধু যুদ্ধের শেষ নয়, এটি সন্ত্রাসবাদের পতন এবং শান্তির শুরু।’ তিনি মধ্যস্থতাকারী আরব দেশগুলো ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকেও ধন্যবাদ জানান।

ভাষণ চলাকালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে নেসেটের দুই সদস্য প্রতিবাদ করলে তাদের নিরাপত্তা বাহিনী সরিয়ে নেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘এটি এমন একটি চুক্তি যা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনছে, আমাদের সব লক্ষ্য পূরণের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাবে। এটি এমন একটি প্রস্তাব যা আমাদের অঞ্চলে ও বাইরেও শান্তি প্রতিষ্ঠা করবে। ট্রাম্প এই প্রতিশ্রুতিতে অটল।’

তিনি আরও জানান, ট্রাম্পের নেতৃত্বেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে তেল আবিবের ‘মহৎ বন্ধু’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ট্রাম্প অন্য আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মধ্যপ্রাচ্যে সফর শুরুর আগে রোববার সাংবাদিকদের গাজা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ট্রাম্প। তখন তিনি বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়েছে।’ হামাস ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মৌখিক নিশ্চয়তা দিয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button