কানতারা চ্যাপ্টার ১’-এ রেকর্ডের ঝড়: ছাড়িয়ে গেল ‘বাহুবলী’ ও ‘সালার’-এর আয়

অনলাইন ডেস্ক: দক্ষিণী তারকা ঋষভ শেঠির পরিচালনা ও অভিনয়ে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কানতারা’-এর প্রিকুয়েল এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করার পাশাপাশি একের পর এক রেকর্ড ভাঙছে।

বলিউড বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পরও এর জনপ্রিয়তা অব্যাহত থাকে। নবম দিনে ছবির আয় ছিল ২২ দশমিক ২৫ কোটি রুপি, আর দশম দিনে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি রুপি—যা ৭৫ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

রোববার (১২ অক্টোবর) ছবিটি ৩৯ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট ঘরোয়া আয় ৪৩৭ দশমিক ৬৫ কোটি রুপি। ফলে ছবিটি ‘সালার: পার্ট ১-সিজফায়ার’-এর ভারতের আয় ছাড়িয়ে গিয়েছে, যা আগে ৪০৬ দশমিক ৪৫ কোটি রুপি আয় করেছিল। এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ভারতে ৪২০ কোটি রুপি আয় করেছিল। ঋষভের ছবিটি সেটিকেও ছাড়িয়ে গেছে। শুধু এটাই নয়, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র আয়কেও ছাড়িয়ে গেছে ‘কানতারা: চ্যাপ্টার ১’। অহান পান্ডে ও অনিত পড্ডার ‘সাইয়ারা’ ভারতে ৪০৯ কোটি রুপি আয় করে। এটি রজনীকান্তর ‘জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি রুপি আয় করেছে।

কানতারা: চ্যাপ্টার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ আবারও তাঁর পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Related Articles

Back to top button