‘ইসলামের ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়া অনৈতিক’

অনলাইন ডেস্ক: ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষের কাছে ভোট চাওয়াকে অনৈতিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর ঢাকা-৭ আসনের কোতোয়ালি এলাকার মিটফোর্ড, তাতীবাজার, ইসলামপুর ও কোট প্রাঙ্গণ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মীর নেওয়াজ আলী বলেন, “কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার মধ্যে কোনো যৌক্তিকতা নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও সহি-শুদ্ধ সূরা কেরাত পড়লেই যথেষ্ট। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনী অনুসরণ করলেই মুক্তি মিলবে।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবিতেই এসেছে। কিন্তু জনগণ এই পদ্ধতি চায় না। জনগণ চায় সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে।”

নির্বাচন ঘিরে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মীর নেওয়াজ আলী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করা জরুরি। সামনে কঠিন পরীক্ষা, তাই সবাইকে সচেতন থাকতে হবে।”

সংস্কার কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল। কিছু রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। জনগণ এখনই নির্বাচন চায়। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগটি যেন হারিয়ে না যায়।”

উক্ত আলোচনা সভা ও পথসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল। উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সামিম, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, ২৩ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, তাতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মো. ইউসুফসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button