বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ‘সক্ষমতা’ এসেছে: বিমান বাহিনী

অনলাইন ডেস্ক: বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) সক্ষমতা অর্জন করার কথা বলেছে বাংলাদেশ বিমান বাহিনী।
গতকাল রোববার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা উদযাপন করা হয়, যেখানে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁনও উপস্থিত ছিলেন।
তিনি কর্মকর্তা ও অন্যান্য সদস্যের সঙ্গে মতবিনিময়ও করেন বলে বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে তুলে ধরে হয়।
এতে বলা হয়, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ‘ওভারহোলিং’ সক্ষমতা অর্জন করাটা দেশের বিমান বাহিনীর জন্য গর্বের। একই সঙ্গে তা নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন।
বিমান বাহিনী বলছে, তাদের সদস্যরা ‘ওভারহোলিং’ কার্যক্রম সম্পন্ন করেছে, যা উদ্ভাবনের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সামরিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে এ ধরনের রক্ষণাবেক্ষণে ক্ষেপণাস্ত্র বিদেশে পাঠানো হতো, যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।