ফিনল্যান্ডকে হারিয়ে আরও কাছে চলে গেলো নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডস আতিথ্য দিয়েছিল ফিনল্যান্ডকে। র‍্যাঙ্কিংয়ে ডাচদের থেকে বেশ পিছিয়ে থাকা ফিনল্যান্ড ম্যাচে কোনো পাত্তাই পায়নি। ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেদারল্যান্ডসরা।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখা নেদারল্যান্ডস আক্রমণেও যোজন যোজন এগিয়ে ছিল ফিনল্যান্ড থেকে। ম্যাচের প্রথমার্ধে তিনবার বল জালে জড়ায় ডাচরা। দ্বিতীয় হাফে একটি গোল করে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম গোলটি আসে মালানের পা থেকে। অষ্টম মিনিটে ডাচদের এগিয়ে দেন মালান। ১৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় নেদারল্যান্ডস। এবারের স্কোরার ফন ডাইক। আর ৩৮তম মিনিটে ডাচদের তৃতীয় গোলটি করেন প্রথম দুই গোলের সহায়ক মেম্ফিস দিপাই।

বিরতির পরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় নেদারল্যান্ডস। তবে চতুর্থ গোলটি আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ৮৪তম মিনিটে ফিনল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঢোকান গাকপো। ‘জি’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।

Related Articles

Back to top button