পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে ঘানা

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকার অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত ঘানার জাতীয় ফুটবল দল।

রবিবার (১২ অক্টোবর) রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে ১–০ ব্যবধানে হারায় ঘানা।

এই জয়ে গ্রুপ ‘আই’-তে ঘানার সংগ্রহ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার পিছিয়ে ছিল ৬ পয়েন্টে। ফলে ঘানার বিপক্ষে এগিয়ে যেতে মাদাগাস্কারকে শুধু ম্যাচ জিতলেই হতো না, সঙ্গে ঘানার হারে এবং ৮ গোলের ব্যবধানে এগিয়ে থাকাও দরকার ছিল। তবে এসব হিসাবের আর প্রয়োজনই হয়নি। গতকাল রাতে বামাকোতে মালির কাছে ৪–১ গোলে হেরে বিশ্বকাপের দৌড় থেকেই ছিটকে যায় মাদাগাস্কার।

উল্লেখ্য, এর আগে আফ্রিকার উত্তরাঞ্চল থেকে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে। ঘানা এবার এই তালিকায় একমাত্র পশ্চিম আফ্রিকান দল হিসেবে যুক্ত হলো।

Related Articles

Back to top button