গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, ট্রাম্পকে জেলেনস্কি 

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, গাজায় যুদ্ধবিরতি চলছে। শান্তিচুক্তি নিয়ে ইসরাইল ও ফিলিস্তিন একমত হয়েছে। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি। এ নিয়ে আক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তিনি বলেছেন, গাজায় যদি শান্তি ফেরে, তাহলে ইউক্রেনে কেন নয়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। গাজা শান্তিচুক্তির জন্য তিনি অভিনন্দন জানান ট্রাম্পকে। একই সঙ্গে ইসরাইল-হামাসের মতো রাশিয়া-ইউক্রেন সংঘাত থামানোরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডলে লেখেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ফোনালাপ যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। গাজা শান্তিচুক্তির জন্য তাকে অভিনন্দন জানাই। ইসরাইল-হামাস যুদ্ধ যদি বন্ধ হতে পারে, তাহলে যে কোনো যুদ্ধই বন্ধ হতে পারে। শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন। আলাদা আলাদা করে বৈঠক করেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেও। কিন্তু তাতেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। জানা গেছে, ফের ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেনস্কি। —রয়টার্সট্রাম্পকে জেলেনস্কি

Related Articles

Back to top button