মানিকগঞ্জে ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র নিহত, আটক ৩

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে লক্ষ্মী পূজার মেলা দেখতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে আবদুল্লাহ ওরফে রাব্বি (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র। স্থানীয়দের ধারনা, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় আটক করা হয়েছে- শিশির আহম্মাদে (১৭) আব্দুল কাইযুম আলী (১৭)ও মো. সেলিম।
মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে রাব্বি বন্ধুদের সঙ্গে পুটাইল বাজার সংলগ্ন লক্ষ্মী পূজার মেলায় গিয়েছিল। মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছাতেই পুটাইল গ্রামের রাতুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে রাব্বির ওপর হঠাৎ হামলা চালায়। একপর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করা হলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রাতুলের পিতা মো. সেলিম ও স্থানীয়দের সহায়তায় রাব্বিকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাব্বির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।